বাগেরহাটে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্বাধীনতা উদ্যান থেকে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা ও কর্মজীবি নারী সংগঠনের পক্ষ থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
মহান মে দিবসের র্যালিতে পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, তানিয়া খাতুন, শেখ আসাদ, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহি পরিচালক ঝিমি মন্ডল, কর্মজীবি নারী সংগঠনের প্রকল্প সমন্বয়কারী উত্তম কুমার সরকার, মুক্তা আক্তারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পৌরসভার কর্মজীবি নারীরা অংশগ্রহণ করেন।
এর আগে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন চত্বরে অংকুরের সহযোগিতায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ই-জাহান