নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে মহান মে দিবস। দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি সম্মিলিত শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে হয়।
শোভাযাত্রায় যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে মোক্তারপাড়া মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শ্রমিকদের সার্থ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য প্রদান করেন।
বিডি প্রতিদিন/১মে ২০১৮/ওয়াসিফ