জাতীয় শ্রমিক লীগ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আজ দুপুরে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও জেলা ট্রাক মালিক শ্রমিক সংগঠসের সভাপতি একেএম শামছুদ্দিন জেহান, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামীলীগ নেতা মিয়া মো: শাহজাহান, জেলা শ্রমিক লীগের নেতা কামরুল হাসান ও পৌর শ্রমিক লীগের নেতা বেলাল উদ্দিন সহ প্রমুখ।
এর আগে জেলা শহর মাইজদীতে পৌর ও জাতীয় শ্রমিক লীগ নোয়াখালী জেলা, হোটেল কর্মচারী সংগঠন ও বাসদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা এক বর্ণাঢ্য র্যালি বের করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার