হবিগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এদিনে নিমতলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে শহরের আরডি প্রাঙ্গণে এসে শেষ হয়।
রালিতে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া, হবিগঞ্জ পৌর সভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বর্ণাঢ্য রালি ও শোভাযাত্রা বের করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার