নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষে বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে র্যালিটি শহর প্রদক্ষিণ করে আবার সেখানে ফিরে গিয়ে সমাবেশে মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।
সমাবেশে মন্ত্রী বলেন, “ যারা হরতাল অবরোধের নামে জীবন্ত মানুষ পুড়িয়ে মারে, গাড়ি জ্বালিয়ে দেয়, তাদের এদেশে থাকার কোন অধিকার নাই”।
সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক বক্তব্য রাখেন।
মহান মে দিবসের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন অংশ নেয়।
বিডি প্রতিদিন/১লা মে ২০১৮/হিমেল