ফরিদপুরে সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক দুইদিনের রিপোর্টিং প্রশিক্ষণ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকালে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রবীন সাংবাদিক অধ্যাপত আবদুল মতিন ফকির।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান সোহেল, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় ফরিদপুর জেলার ৩০ জন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অংশ নেন।
বিডি প্রতিদিন/০১ মে ২০১৮/এনায়েত করিম