নেত্রকোনার কেন্দুয়ায় সোমবার রাতে ডোবা থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হযেছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের একটি ডোবায় মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কেন্দুয়া থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদস্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৩০ হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার