কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র্যাব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর হাসপাতাল ফটকের সামনে থেকে আজ দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গৌরীপুর হাসপাতাল ফটকের সামনে একটি গাড়িতে তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার