সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় কলারোয়া সরকারী কলেজ সংলগ্ন সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
কলারোয়া উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন, উপজেলা রং মিস্ত্রি সংগঠন, ভ্যান-রিকশা চালক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো র্যালিতে অংশ গ্রহণ করে।
র্যালিটি কলারোয়া পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। ওই ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।
আরো বক্তব্য রাখেন কলারোয়া পাবলিক ইনষ্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি এসএম জাকির হোসেন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আঃ রহিম প্রমূখ।
এ ছাড়া অন্যান্য শ্রমিক সংগঠনগুলো পৃথকভাবে তাদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
বিডি প্রতিদিন/১লা মে ২০১৮/হিমেল