আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা সদরের রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম হাবিবুর রহমান জমাদ্দার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ খালেক খান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মুক্তা, নেতা হাবিবুর রহমান তালুকদার। উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম মিরাজের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন আ. আজিজ হাওলাদার, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল কবির কিচলু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু হাওলাদার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিণা আক্তার সাগর, যুবলীগ নেতা আবুল হোসেন নান্টু, জিয়াউদ্দিন তালুকদার, জেলা আওয়ামী সমবায় লীগের সভাপতি মো. নেয়ামুল হোসেন লিটন, তাঁতী লীগের সভাপতি জিয়াউল তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আকন্দ ইব্রাহিম সুমন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো. লোকমান বিন বাদশা, নির্মাণ শ্রমিকলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার