হাওরে ধান কাটার সময় সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে ৩ কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। আজ দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালগঞ্জ উপজেলার পুজারগাও গ্রামের কমলাকান্ত তালুকদার, একই উপজেলার ভীমখালী ইউনিয়নরে খলক্তা গ্রামের হিরন মিয়া ও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুর রশিদ। এছাড়া বজ্রপাতের ঘটনায় জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় আহত হয়েছেন ৪ কৃষক ও ২ বালু শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের পুজারগাও গ্রামে বাড়ির সামনের হাওরে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কমলাকান্ত তালুকদার নামের এক কৃষক নিহত হন। এসময় তার পরিবারের আরো ৩ জন আহত হয়েছেন।
এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নরে জগন্নাথপুরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন কৃষক আব্দুর রশিদ। এছাড়া জামালগঞ্জ উপজেলার খলক্তা গ্রামে হিরন মিয়া নামের আরেক কৃষকের বজ্রপাতে মারা যান।
বজ্রপাতে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ থানাপুলিশ খবরের সত্যাতা নিশ্চিত করে জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।
বিডি প্রতিদিন/১লা মে ২০১৮/হিমেল