ময়মনসিংহের ফুলপুরে জাতীয় শ্রমিক লীগ ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে মহান মে দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকাল ৪টার দিকে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন এমপি শরীফ আহমেদ।
সিএনজি ত্রি হুইলার মালিক শ্রমিক, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক ও ইসলামী শ্রমিক আন্দোলনসহ ফুলপুরের প্রায় ১৮টি শ্রমিক সংগঠন এতে অংশ নেন। কেউ কেউ পৃথক পৃথকভাবেও তাদের কর্মসূচি পালন করেছেন।
উপজেলা চত্বর থেকে ঝাঁকে ঝাঁকে শ্রমিকরা ঢাক-ঢোল পিটিয়ে নেচে-নেচে আনন্দসহকারে র্যালি করেন। পৌর শহরের বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা, ছনকান্দাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালি আমুয়াকান্দা মোড়ে উপজেলা শ্রমিক অফিসের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয় শ্রমিক লীগ ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি পাঁচ বারের সাবেক এমপি ভাষা সৈনিক মরহুম এম শামছুল হকের ছেলে ফুলপুর-তারাকান্দা আসনের এমপি শরীফ আহমেদ।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার এই সরকারই প্রতিষ্ঠা করেছে। শ্রমিকরা যেকোন সময়ের চেয়ে এখন ভাল আছে। এ সময় শ্রমিকরা রাজাকারমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত, দারিদ্র ও ক্ষুধামুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, ওসি তদন্ত রুহুল আমিন তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহরুল আলম, বালিখা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল আলম, কাউন্সিলর রফিকুল ইসলাম, পয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল কাদির প্রমুখ। সভা উপস্থাপনায় ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এটিএম রফিকুল করিম নোমান। সবশেষে নিহত শ্রমিকদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে সকাল ১১টার দিকে, বিভিন্ন শ্রমিক সংগঠনের র্যালির পর ভাষা সৈনিক এম শামছুল হক চত্বরে আরেকটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সিএনজি ত্রি হুইলার মালিক শ্রমিক কল্যাণ সমিতির সেক্রেটারী তোফাজ্জল হোসেন, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, হোটেল শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী আবুল হাসান মানিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার