ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরকলমী গ্রামের লাঠিয়াল বাড়িতে সিরাজুল ইসলাম লাঠিয়ালকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে তার স্বজনরা। মঙ্গলবার দুপুরে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে এই ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।
নিহত সিরাজুল ইসলামের পিতা মোস্তফা লাঠিয়াল। এ ঘটনায় শশীভূষণ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ সিদ্দিক লাঠিয়াল, তার পুত্র কামাল, পুত্রবধূ জেসমিন ও দৌহিত্র নাহিদকে গ্রেফতার করেছে।
মামলা ও এলাকা সূত্রে জানা গেছে, চর কলমীর উত্তর মঙ্গল গ্রামে সিদ্দিক লাঠিয়ালের বাড়িতে চাচাতো ভাইদের সাথে বিরোধের জের ধরে দুপুর ১ টার দিকে বাড়ির উঠানে প্রকাশ্যে লাঠি দিয়ে সিরাজুল ইসলামকে এলোপাথারিভাবে আঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ হানিফ শিকদার জানান, এই মামলায় সিদ্দিক লাঠিয়াল ও তার ছেলে কামালকে আটক করা হয়েছে। এছাড়া জেসমিন ও নাহিদকে পালিয়ে যাওয়ার সময় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ভোলা সদর থানার পুলিশের সহায়তায় ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। নিহত সিরাজুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার ভোলা পাঠানো হবে।
বিডি প্রতিদিন/১লা মে ২০১৮/হিমেল