রাজবাড়ীর কালুখালীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন, রকি (১৮) ও তুহিন মণ্ডল (১৯)। আজ বিকেলে উপজেলার মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রকি পাংশা পৌরসভার বিষ্ণপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ও তুহিন একই এলাকার হেলাল মণ্ডলের ছেলে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার