সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা মহাসড়কে বেপরোয়া বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের আহত আরও দুই যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ মে) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারে।
এ দু’জন হলেন- সলঙ্গা থানার আমশড়া গ্রামের দেলওয়ার হোসেনের ছেলে সজিব বাবু (৩০) ও একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে রুহুল আমিন (৩৫)।
এর আগে, দুপুর দেড়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের ওই বাস অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দু’জনের মৃত্যু হয়। আহত হন আরও তিন যাত্রী। তখন প্রাণ হারানো দু’জন হলেন, সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামের মৃত খশেমের ছেলে ও ভ্যানের চালক জহুরুল ইসলাম (৪০) এবং আগরপুর গ্রামের মুজাফর আলীর ছেলে বিপুল (৩০)।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল