টাঙ্গাইলে ফরিদুল ইসলাম (১৬) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশার চালককের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াবুচনা এলাকায় একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরিদুল ইসলাম বেড়াবুচনা সবুজবাগ এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, মঙ্গলবার সকালে বেড়াবুচনা এলাকায় একটি ধান ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা টাঙ্গাইল মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতরে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শুভ এবং আল আমিন নামের নিহততের দুই বন্ধুকে গ্রেফতার করেছে।
তিনি বলেন, নিহতের মাথায় এবং কপালে বের কয়েকটি কোপের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফরিদ মাদক সেবী ছিল। মাদকের টাকা ভাগভাটোরা নিয়েই বন্ধুদের হাতে খুন হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন