কুমিল্লার লাকসামে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত সুমন (৩০) উপজেলার সাতঘর ইছাপুরা গ্রামের আবুল কালামের ছেলে।
মঙ্গলবার লাকসাম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গ্রামের বাসিন্দা মিজানুর রহমান জানান, সুমন মানসিক প্রতিবন্ধী। সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান