বাগেরহাটের মোরেলগঞ্জে ১০ম শ্রেণির ছাত্র হৃদয় তালুকদারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা এ বিক্ষোভ ও মানববন্ধন করে।
ব্যানার ও ফেস্টুন নিয়ে বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদ, সহকারি শিক্ষক হরিচাঁদ কুন্ডু, হৃদয়ের সহপাঠি ইমতিয়াজ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক ও নিহত হৃদয়ের পরিবারের পক্ষে রিপন তালুকদার।
অভিযোগ রয়েছে, ঘটনার পরে হৃদয়ের পিতা নাইম তালুকদার হত্যার অভিযোগ তুললেও থানা পুলিশ সে অভিযোগ আমলে নেয়নি।
প্রসঙ্গত, গত শনিবার বেলা ১২টার দিকে হোটেল হালিমের ছাদ থেকে রাস্তার উপর পড়ে নিহত হন এসিলাহা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র হৃদয়। ওই সময় তার স্কুলে থাকার কথা। কিন্তু কী কারণে হৃদয় ওই হোটেলের ছাদে উঠেছিল। তার সাথে কারা ছিল, তা এখনো পরিস্কার নয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার