নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সোমবার মধ্যরাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৬) এক নারীর মৃত্যু হয়েছে। জেলার মাইজদী কোর্ট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মঙ্গলবার সকালে চৌমুহনী রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরে আলম জানান, রাতে ঢাকা থেকে একটি ট্রেন নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে থেকে সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে দৌঁড়ে উঠতে গিয়ে পা ফসকে পড়ে যান ওই নারী। পরে ট্রেনের চাকায় কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত নারীর পোশাক ও সঙ্গে থাকা ব্যাগ দেখে ধারণা করা হচ্ছে তিনি মানুষিকভাবে অসুস্থ ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ৮ মে ২০১৮/ওয়াসিফ