কুমিল্লায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরের রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি, নজরুল পরিষদ, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র, রবীন্দ্র সংগীত পরিষদ, সংগীত বিষয়ক প্রতিষ্ঠান সারেগামাপা, জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা স্কুল ও কুমিল্লা হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্রনাথের সৃষ্টি কর্মে ‘শিলাইদহের প্রভাব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রসাশক মো.আবুল ফজল মীর। বক্তব্য রাখেন প্রফেসর আমীর আলী চৌধুরী, অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ আরো অনেকে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান