কক্সবাজারের পেকুয়ায় জেসমিন আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা লাইনের শিরা এলাকার নিজ বাড়ি থেকে পেকুয়া থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ জেসমিন একই এলাকার মালয়েশিয়া প্রবাসী সেলিম উদ্দিনের স্ত্রী।
টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার সকালে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর মরদেহ বাড়ির একটি খাটের উপর দেখা যায়। লাশের পাশে একটি রশিও দেখা গেছে। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।
তিনি আরো জানান, নিহত গৃহবধূ জেসমিন আক্তারের আট বছর বয়সীও সাড়ে তিন বছর বয়সী দুই সন্তান রয়েছে। ওই বাড়িতে জেমমিন দুই সন্তানসহ শ্বাশুড়িকে নিয়ে বসবাস করতেন। ঘটনার পর থেকে শ্বাশুড়ি পলাতক রয়েছেন।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধূ জেসমিন আক্তারের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। গলায় রশির দাগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে হত্যা না আত্মহত্যা বলা যাবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান