ভোলায় নারী পুলিশ কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে প্রায় ৩ শতাধিক অসহায় ও হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিণী ফারহানা তানজীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক এমএ তাহের প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার