জেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুদ্ধ নেতারা। রবিবার দুপুরে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পৌর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন কাজী আখতারুজ্জামান জুয়েল, আসাদুজ্জামান রিপন, মোক্তার হোসেন, শাহ আলম তমু, খালেদ বিন তিবরিজ তুষার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কেন্দ্র থেকে যোগ্যদের মূল্যায়ন না করে যে পকেট কমিটি চাপিয়ে দেয়া হয়েছে এর ফলে সংগঠন গতিশীলতা না হয়ে স্থবির হয়ে পড়বে।
রাজনীতির মাঠে না থাকা বিএনপি নেতাকে সভাপতি ও জেলার সীমান্ত এলাকা থেকে স্কুল শিক্ষককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন যে কমিটি গঠন করা হয়েছে সেটি মূলত হাস্যরসে পরিণত হয়েছে।
অবিলম্বে যোগ্যদের মূল্যায়ন করে নতুন করে কমিটি পুনর্গঠন করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও বক্তারা হুঁশিয়ারি দেন।
এদিকে জেলা কমিটিতে পদ পাওয়া তিন শীর্ষ নেতা তাদের পদ থেকে সরে দাঁড়িয়ে কেন্দ্র বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন রবিবার। পদত্যাগ করা তিন নেতা হলেন সিনিয়র সহ-সভাপতি কাজী আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও সাংগঠনিক সম্পাদক আল নোমান পারভেজ কল্লোল।
পদত্যাগী নেতা আসাদুজ্জামান রিপন অভিযোগ করে বলেন, যাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে তিনি পৌর বিএনপির এক সময় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। স্থানীয় রাজনীতিতে তার অংশগ্রহণ ছিল না বললেই চলে।
এছাড়া তিনি বর্তমানে জেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপি নেতাকে যুবদলের নেতা বানানো অর্থহীন।
জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান বলেন, কমিটি করেছে যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক। তিনি বলেন, কেন্দ্র থেকে যাদের ভালো মনে করেছেন, যাদের দ্বারা কাজ করানো সম্ভব হবে তাদেরকে কমিটিতে জায়গা করে দিয়েছেন শীর্ষ নেতৃত্ব।
প্রসঙ্গত, শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অনুমোদিত নীলফামারী জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এতে সাইফুল্লাহ রুবেলকে সভাপতি, কাজী আখতারুজ্জামানকে সিনিয়র সহ-সভাপতি, শাহাদৎ চৌধুরীকে সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান রিপনকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আল নোমান পারভেজ কল্লোলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৮/মাহবুব