ফরিদপুর শহরতলীর আলালপুর নামক স্থান থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় আজাদ খান নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। আজ সোমবার সাড়ে ১০টার দিকে কোতয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় আজাদ খানের পকেটে থাকা ৩০ পিস ইয়াবা পাওয়া গেছে। নিহত আজাদ খানের বাড়ী শহরের হরিসভা বাজার এলাকায়। তার পিতার নাম ছলিম খান।
স্থানীয়রা জানান, সকালে গুলিবিদ্ধ লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের দাবি, দুই দিন আগে নিখোঁজ হন আজাদ খান। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
কোতয়ালী থানা পুলিশ জানায়, আজাদ খানের নামে মাদক, চুরিসহ একাধিক মামলা ছিল।
বিডি প্রতিদিন/ফারজানা