নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছীর মোড়ে ট্রলির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আকালু, বয়স ৫০ বছর। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে পোরশা থানা সূত্রে জানা গেছে, আকালু সাইকেলে করে উপজেলার নিতপুর বাজার থেকে পার্শ্ববর্তী দুয়ারপাল গ্রামে যাচ্ছিলেন। এ সময় সরাইগাছীর মোড়ে পৌঁছালে পেছন থেকে মাল বোঝাই একটি ট্রলি সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আকালুকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশের সহযোগিতায় স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
নিহত আকালু উপজেলার দুয়ারপাল গ্রামের বাসিন্দা।
বিডি প্রতিদিন/ ৪ জুন ২০১৮/ ওয়াসিফ