বাংলাদেশ কৃষি পরমানু গবেষণা ইন্সটিটিউট'র উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চফলনশীল তিলের জাত বিনা তিল-২ এর প্রচার এবং সম্প্রসারণের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শান্তিজোত গ্রামে আজ সোমবার দুপুরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এসময় এলাকার দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেঁতুলিয়ার সহযোগিতা এবং বাংলাদেশ কৃষি পরমানু গবেষণা ইন্সটিটিউট'র রংপুর কেন্দ্রের আয়োজনে মাঠদিবসে প্রধান অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের এই আলোচনায় স্থানীয় কৃষকরা ছাড়াও বক্তব্য রাখেন রংপুর বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা তানজিরুল রহমান, রংপুর আঞ্চলিক বেতার কেন্দ্রের কৃষি অফিসার আবু সাঈম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার