বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী, মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চুর মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে সোমবার ইফতারের আগ মুহূর্তে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিজ গ্রাম কাকালদীতে শাহজাহান বাচ্চুকে গুলি করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা চায়ের দোকানের সামনে শাহজাহান বাচ্চুকে গুলি করে পালিয়ে যায়। বাচ্চু মুক্তমনা লেখক ও ফেসবুকে লেখালেখি করতেন। বিশাকা নামের তার একটি প্রকাশনা সংস্থা রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হামিদা খানম জানান, শাহজাহান বাচ্চু জেলা কমিউনিস্ট পার্টির আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একজন মুক্তমনা মানুষ ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন