মাগুরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ইমন হোসন (২৫) নামে এক নসিমন আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় হাফিজুর রহমান (৩০) নামে আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসন যশোরের মনিরামপুর এলাকার ইকবাল হোসনের ছেলে। এছাড়া আহত হাফিজুর রহমান ঝিনাইদহ জেলার মোশারফ হোসেনের ছেলে। তাকে মাগুরা সদর হাসসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই সাহাবুর রহমান বলেন, একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে বিদ্যুতের খুঁটি স্থাপনের জন্য দুই শ্রমিক নসিমনে করে মীরপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এসময় নাসিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম