পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। পৌরসভায় হুইপ ইকবালুর রহিম এমপি এই চাল বরাদ্দ দেন।
দিনাজপুর পৌরসভায় ৪ হাজার ৬২১টি হতদরিদ্র পরিবারের মাঝে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ভিজিএফ কার্ডের মাধ্যমে সুবিধাভোগী প্রতিটি পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে দিনাজপুর পৌরসভা প্রাঙ্গণে উক্ত ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বকুল।
বক্তব্য শেষে দিনাজপুর পৌরসভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ-এর চাল হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম