ধামরাইয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ সকালে বাথুলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মানিকগঞ্জ জেলার বউতরা গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে জুয়েল সাহা (৩৮) ও একই জেলার বিল্লাল হোসেন ছেলে আবুল খায়ের সুজন (৪২)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে জানিয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় জানান, গোপন খবর পেয়ে সকালে বাথুলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫১ পিস ইয়াবাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার