কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড় ধসে এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গাছচাপায় দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া মতিবর পাড়ার বাসিন্দা আলী চাঁদের ছেলে কৃষক মো. আবুল কালাম প্রকাশ বাদশা মিয়া (৪৮) এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এলাকার হোসেন আহমদের ছেলে মোহাম্মদ আলী (২০)।
মঙ্গলবার সকালে পৃথক সময়ে দুর্ঘটনা দুটি ঘটে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন