ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই পাসপোর্ট দালালকে কারাদণ্ড দিয়েছে। আজ সকাল ১১টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের ইদ্রিস আলীর ছেলে এস এম শোভন আহম্মেদ (২৭) ও হরিণাকুন্ডু উপজেলার ভূইয়াপাড়ার আবু বক্কর মণ্ডলের ছেলে নাজমুল হাসান মিলন (২৮)।
বিডি প্রতিদিন/এ মজুমদার