কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের কারণে মাটি নরম হয়ে গাছচাপায় মোহাম্মদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালের দিকে রোহিঙ্গা ক্যাম্পের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এলাকার হোসেন আহমদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, কয়েকদিন ধরে উখিয়ায় ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকালে ঝড়ো হাওয়ার সময় গাছচাপা পড়ে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
নিহতের মৃতদেহ উদ্ধার করে ক্যাম্পের স্থানীয় এক হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম