কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক তরুণীকে গণধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার শালংকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন শালংকা গ্রামের আবদুল মোতালিবের ছেলে বাদশা মিয়া (২৫), মৃত সিরাজ উদ্দিনের ছেলে এরশাদ (২৫) ও মো. দুলাল মিয়ার ছেলে মো. রুস্তম (২১)।
র্যাব জানায়, প্রায় এক মাস আগে শালংকা গ্রামের তরুণীর সাথে বাদশা মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্রে ধরে গত ১০ জুন রাতে তাকে বিয়ের প্রলোভন ও ঈদের কেনাকাটা করে দেবার কথা বলে প্রেমিক বাদশা মিয়া ডেকে নিয়ে যায়। কথা মতো তরুণীটি কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি নামক স্থানে এলে তাকে ফুসলিয়ে পাকুন্দিয়ার নারান্দি ঈদগাহের কাছে একটি কলাবাগানে নিয়ে যায়। পরে বাদশা ও তার আরও চার সঙ্গী মিলে জোরপূর্বক ধর্ষণ করে। তরুণীটিকে বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানায়। এর সাথে জড়িত আরও দু'জনের নামও বলেছে তারা।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৮/হিমেল/মাহবুব