যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু’র মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও যুবদল। মঙ্গলবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্রদল আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল নেতা এজিএস রানা, জিএস মাহাবুব ও মহানগর ছাত্রদল নেতা তানভীর আহমেদ রবিন। উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাজন, নজরুল, কামরুল, আরিফ, গোবিন্দ, শান্ত, নয়ন, সাদ্দাম, আরিফ প্রমুখ।
অপরদিকে একই এলাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ যুবদল। এ মিছিলে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জসলুল হায়দারের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুবদল নেতা জামান আবেদীন, মিনহাজুল আবেদীন রাজু, মোজাম্মেল হক, রুহুল আমীন সুমন, রাজিব, রায়হান প্রমুখ।
একই ইস্যুতে নগরীর নতুন বাজার বাউন্ডারী রোড এলাকায় দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদের নেতৃত্ব অপর একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোজাম্মেল হক টুটু, রিয়াজুল কবির মো. মামুন, অ্যাড. দিদারুল ইসলাম খান রাজু, ফরহাদ আলী, শহিদুল ইসলাম শহিদ, আলমগীর হোসেন, ফজলুল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৮/মাহবুব