গত ৬ মে বাংলাদেশ প্রতিদিনের নবম পাতায় "জীবনযুদ্ধে জুড়ান মাঝি" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলার সিংড়া উপজেলার অশীতিপর অসহায় বৃদ্ধ দম্পতি জুড়ান মাঝি ও কদভানু দম্পতির সাহায্যে অনেকেই এগিয়ে এসেছেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষ থেকে জুড়ান মাঝি ও তাঁর স্ত্রীকে নতুন পোশাক, ঈদ সামগ্রী, খাবার ও নগদ টাকা প্রদান করা হয়েছে।
প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সিংড়া পৌর শহরের শৈলমারী গ্রামের জুড়ান মাঝি ও তাঁর স্ত্রীকে এসব সামগ্রী তুলে দেন মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার কাউন্সিলর নওশেদ আলী, সিংড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, সাংবাদিক রাকিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাসিম সজিব।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৮/মাহবুব