বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের সখীপুরে নিম্নমানের ইট তুলে উন্নতমানের ইট ও বালি ব্যবহার করে সড়ক প্রশস্তের কাজ শুরু হয়েছে। উপজেলার পাথার চৌরাস্তার এলাকায় এক কোটি আট লক্ষ টাকা ব্যয়ে এ কাজ চলছে। এ ঘটনায় সন্তুষ প্রকাশ করছে এলাকাবাসী।
'নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ' শিরোনামে গত বুধবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে এ সংবাদ প্রকাশের পর জেলা ও উপজেলার এলজিইডির অফিসসহ বিভিন্ন জায়গায় তোলপাড় সৃষ্টি হয়। এতে আপত্তিকর স্থানের ইট তুলে ফের উন্নতমানের ইট দিয়ে কাজ করেন ঠিকারদার প্রতিষ্ঠান।
স্থানীয়রা বলেন, পত্রিকায় খবর প্রকাশের পর ভালো ইট ও বালি দিয়ে রাস্তার কাজ ছলছে।
এলজিইডি’র বরাদ্ধের এক কোটি আট লক্ষ টাকা ব্যয়ে এ কাজের দায়িত্ব পেয়েছেন মেসার্স মোহনা নির্মাণ সংস্থা নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রকৌশলী মো. ফাহাদ কদ্দুস বলেন, রাস্তার কাজে কোন দুই নম্বর ইট ও বালি ব্যবহার করতে দিবনা। এ বিষয়ে নজরদারি চলছে।
মেসার্স মোহনা নির্মাণ সংস্থার স্বত্তাধিকারী হারুন অর রশিদ বলেন, এক ট্রাক নিম্নমানের ইট আসছিলো রাস্তার খানা খন্দ ভরাট করতে। সে ইট রাস্তার কাজে ব্যবহার না করলেও জনগণ আপত্তি তুলায় সেই ইট ফেলে প্রকৌশলীর পছন্দ মতো ইট দিয়ে কাজ চলছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পাথারপুর চৌরাস্তার পূর্ব দিকে ১০০ মিটার, পশ্চিম দিকে ৫০ মিটার, উত্তর দিকে ৪০ মিটার, দক্ষিণ দিকে ৬০ মিটার ও চৌরাস্তা থেকে ইব্রাহীম খা’র বাড়ি পর্যন্ত ২২ শত মিটার সড়কের সংস্কার ও প্রশস্থকরণের কাজ চলছে।
বিডি প্রতিদিন/১২ জুন ২০১৮/হিমেল