নোয়াখালী জেলা সদরের দত্তের হাটে সিএনজি চালিত একটি অটোরিকশায় গ্যাস লাইন থেকে আগুন লেগে যায়। এ সময় চালকসহ ৫ যাত্রী অক্ষত থাকলেও অটোরিকশাটি পুড়ে ছাই হয়ে যায়।
সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বুধবার সকাল ১০টার দিকে জেলা শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি সোনাপুর যাচ্ছিল। পথে দত্তবাড়ির মোড়ে গ্যাস লাইন থেকে অটোরিকশাটিতে আগুন লেগে যায়। এ সময় চালকসহ যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় দ্রুত সরে পড়েন। ঘটনাস্থলে অটোরিকশাটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
মাইজদী ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার মোহাম্মদ আবদুল্লাহ জানান, খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অটোরিকশার গ্যাস থেকে অগিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ সময় সিলিন্ডার বিষ্ফোরণ না হওয়াতে বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৮/হিমেল