টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার আগতেরিল্লা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ওই এলাকার বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
ভোরে ৩৮ নম্বর চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ভুঞাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল কাদের।
বিডি প্রতিদিন/এনায়েত করিম