টাঙ্গাইলের ভুঞাপুরে পিকআপ ভ্যানচাপায় লাল মিয়া (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ভুঞাপুর উপজেলার অজুর্না ইউনিয়নের তারাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাল মিয়ার বাড়ি উপজেলার তারাই গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালাম মিয়া জানান, সকালে লাল মিয়া বাজারে যাওয়ার জন্য তারাই এলাকার ভুঞাপুর-তারাকান্দি সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম