ঠাকুরগাঁও শহরের সেনুয়া নদীর উপর নির্মিত কাঠের সাঁকোটি গত কয়েকদিনের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। শুক্রবার দুপুরে সেনুয়া নদী এলাকায় গিয়ে এ চিত্র দেখা গেছে।
সারেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার পানি বেড়ে গিয়ে কাঠের সাঁকোর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখন প্রায় ডুবে যাওয়ার পর্যায়ে রয়েছে সাঁকোটি। এর ফলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা, বড়গাঁও, রাজাগাও, সালন্দর, ঢোলারহাট, পঞ্চগড়ের আটোয়ারীসহ ১০টি ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কষ্ট করে ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছেন পথচারীরা। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাসহ স্থানীয় হাজার হাজার মানুষ।
স্থানীয়রা জানান, গত বছরের ৮ ডিসেম্বর সেনুয়া বেইলি ব্রীজের উপর মালবোঝাই একটি ট্রাক উঠলে ব্রিজটি ভেঙে যায়। এরপর মানুষের যাতায়াতের জন্য স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক বিকল্প হিসেবে একটি কাঠের সাঁকো নির্মাণ করে দেয়। এবার সেই কাঠের সাঁকোটিও বন্যার পানিতে তলিয়ে গেছে।
আলাউদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, অল্প বৃষ্টিতেই আজ কাঠের সাকোটি ডুবে যাওয়ার পথে। যদি এটার কোন ব্যবস্থা না করা হয় হয়তো শহরের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
আরেক ব্যবসায়ী জানান, এই কাঠের সাঁকোতে এভাবে পানি উঠার ফলে আমাদের অনেক সমস্যা হয়ে গেলো। এপার থেকে ওপারে কি করে মালামাল নিয়ে যাবো এখন সেই চিন্তায় আছি। বর্তমানে সাঁকোটি খুবই ঝুকিপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব এটা সংস্কার করার দাবী জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন বলেন, সেনুয়া নদীর উপর নতুন ব্রিজ তৈরি করার কাজ শুরু করা হয়েছে। নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। পানি কমলে পুণরায় কাজ শুরু হবে। আশা করি কয়েক মাসের মধ্যে সেনুয়া নদীর উপর নতুন ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন হবে।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৮/মাহবুব