চিত্ত বিনোদনের জন্য দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কোনো বিনোদন কেন্দ্র গড়ে না উঠলেও কাকড়া রেলওয়ে ব্রিজের পাশে অলিখিতভাবে মনোরম প্রাকৃতিক পরিবেশে বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। ঈদ উপলক্ষে এটা দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
জেলার চিরিরবন্দর উপজেলা শহর থেকে ১ কিলোমিটার পশ্চিম পার্শ্বে মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই গ্রামীণ বিনোদন কেন্দ্র। এখানে পাশাপাশি দুটি রেলওয়ে ব্রিজ, যদিও একটি পরিত্যক্ত এবং পাশে বয়ে চলেছে কাকড়া নদী ও পাড়ে বিভিন্ন গাছপালা।
ঈদে বসেছে নাগোর দোলা, নদীতে ডিঙ্গি দোলা, নৌকা ভ্রমণ, গোসল, আড্ডা। আর সেখানের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।
এলাকায় কোন বিনোদন কেন্দ্র না থাকায় যেন দুধের স্বাদ ঘোলে মেটাতে ওই ব্রিজে আসে তরুণ-তরুণী ও শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষ। প্রতিদিন সূর্য পশ্চিমে গড়ার সাথে বিনোদনের জন্য এ ব্রিজে ব্যাপক সমাগম ঘটে।
ঈদ উপলক্ষে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা বিনোদনের জন্য পরিবারের সদস্য কিংবা শিশু-কিশোরদের নিয়ে বেড়াতে আসছেন এখানে। দর্শনার্থীদের মিলনমেলায় সরগম হয়ে উঠছে এলাকাটি। ঈদকে ঘিরে বিনোদন আয়োজনেরও কমতি নেই সেখানে।
এখানে ছুটে আসা দর্শনার্থীদের নিরাপত্তা ও বিনোদনের পরিবেশ বজায় রাখার দিকে প্রশাসনের নজরদারী বাড়ানোর কথা জানালেন আগত দর্শনার্থীরা। ঘুরতে আসা অনেক দর্শনার্থীর দাবী, ব্রিজের পার্শ্বে বিনোদন পার্ক হলে এলাকার লোকজন ঈদ আনন্দ ভালোভাবে উপভোগ করতে পারতো। এখানে আসার রাস্তাগুলোকে সংস্কার করার দাবীও জানান তারা।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৮/মাহবুব