পর্যটন কেন্দ্র কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় তাসলিমা বেগম ( ৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভাইয়ের সাথে কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে তুলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আশংকাজনক আবস্থায় তাকে কলাপাড়া হাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে পাশ্ববর্তী আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমরাগাছিয়া গ্রামের ইদ্রিস মুন্সি স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাছলিমা শুক্রবার দুপুরে তার ভাই মনিরের সাথে কুয়াকাটা ঘুরতে যায়। বাড়ি ফেরার পথে কোমরে ব্যাথা অনুভব করলে তার ভাইকে মোটরসাইকেল থামাতে বলে। তাসলিমা কিছুক্ষণ রাস্তার পাশে পায়চারি করছিল। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কলাপাড়া হাপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি তদন্ত আলী অহম্মদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমার হাসপাতালে গিয়েছিলাম। পরিবারের সাথে কথা বলেছি। এ বিষয়ে কোন আভিযোগ না থাকায় তাদের আবেদনে মৃতদেহ তারা বাড়িতে নিয়ে গেছেন।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৮/মাহবুব