কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে শিশুদের ঈদপ্রীতি ফুটবল খেলায় বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক আক্তার উদ্দিন (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার দুপুরে উপজেলার কাটখাল ইউনিয়নের চরকাটখাল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গুরুতর আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাটখাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য হোসেন মিয়া ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য লতিফ মিয়া সমর্থিত গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে চর কাটখাল গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
রাত সাড়ে ৯টার দিকে আহতদের একজনকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৮/আরাফাত