কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে রোরো ও ডাম্প ফেরি চলাচল। শুধুমাত্র কে-টাইপ ও মিডিয়াম ছয়টি ফেরি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, ঈদের দুই সপ্তাহ আগে নাব্যতা সংকট চরম আকার ধারন করায় প্রথম দিকে সকল ফেরি চলাচল বন্ধ ছিল। পরে শুধুমাত্র ছোট ফেরি চলাচল শুরু করে। নাব্যতা সংকট ফিরিয়ে আনতে খননকাজ চালিয়ে ঈদের তিন/চারদিন আগে সকল ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঈদের পর ফের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেল মুখে ফের দেখা দিয়েছে নাব্যতা সংকট। শুক্রবার রাতে সকল ফেরি চলাচল বন্ধ ছিল। তবে শনিবার সকাল থেকে শুধুমাত্র কে-টাইপ ফেরিগুলো চলছে।
অন্যদিকে বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মদ আলী বলেন, কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ফেরি চলাচলের অবস্থা ভালো নয়। রোরো ও ডাম্প ফেরি বন্ধ রয়েছে। নাব্যতা সংকট আবারও দেখা দিয়েছে।
বিডি প্রতিদিন/ ২৫ আগস্ট ২০১৮/ ওয়াসিফ