ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের (চিটাগাংরোড) হাজী আহসান উল্যাহ সুপার মার্কেটের এক ব্যবসায়ী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। ফাইজান ওয়ান স্টপ মলের মালিক রায়হান উদ্দিন মামুন (৫১) গত ১৯ আগস্ট সকাল থেকে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে না পাওয়ায় তার পরিবরের সদস্যরা কাটিয়েছেন নিরানন্দ ঈদ। একই সঙ্গে হয়ে পড়েছেন আতঙ্কগ্রস্ত। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তার ছেলে একটি জিডি নথিভুক্ত করেছেন।
জিডি ও পরিবার সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকার হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের ফাইজান ওয়ান স্টপ মলের মালিক রায়হান উদ্দিন মামুন গত ১৯ আগস্ট সকাল ১০ টায় দোকন থেকে বেরিয়ে চা খেতে যান। রায়হান উদ্দিন মামুন দীর্ঘক্ষণ দোকানে না আসায় তার কর্মচারী চায়ের দোকানে খোঁজ নেন। সেখানে না পেয়ে তার মোবাইলে ফোন করেন। তবে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার দোকানের কর্মচারীরা এ ব্যাপারটি তার পরিবারের সদস্যদের অবহিত করেন। তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে তার খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে এ ব্যাপারে তার পরিবারের সদস্যরা সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করতে গড়িমসি করেন বলে অভিযোগ করেছেন তার ছেলে। পরবর্তীতে সরকারের ঊর্ধ্বতন মহলের সুপারিশে গত ২১ আগস্ট তার ছেলে ফাইয়াজ ইবনে রায়হান সিদ্ধিরগঞ্জ থানায় এ ব্যাপারে একটি জিডি (নং-৯১২) করেন। তার পরিবারের সদস্যরা গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত তার কোন খোঁজ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানায়, ঘটনাস্থলে তাকে অপহরণ করার মত কোন আলামত আমরা পাইনি। তবে আজ শুক্রবার তার মোবাইলের কললিস্ট পেয়েছি। তা তদন্ত করা হচ্ছে। আমরা অচিরেই তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৮/মাহবুব