ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। বুধবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার (১৭) নগরকান্দা উপজেলার মনোহরপুর এমএ শাকুর মহিলা কলেজের ছাত্রী ও উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মরিয়ম বেগমের মেয়ে।
স্থানীয়রা জানান, শারমিন আক্তার কলেজে যাওয়ার উদ্দেশ্যে উপজেলার মশাউজান নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিল। বেলা ১১ টার দিকে ঢাকাগামী সেবা গ্রীনলাইন নামের একটি পরিবহন তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় শারমিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ঘটনায় স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কে তীব্র জানজটের সৃষ্টি হয়। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখতে পাওয়া যায়। স্থানীয়রা সেবা গ্রীনলাইন পরিবহনের একটি বাস আটকে রাখে। পরে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা শুভ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) এফএম মহিউদ্দিন, ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিডি প্রতিদিন/২৯ আগষ্ট ২০১৮/হিমেল