বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর এলাকায় শহীদ মোল্লা (৪২) নামে এক গার্মেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আজ বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে।
নিহত শহীদ মোল্লা শ্রীপুর এলাকার মৃত করিম মোল্লার ছেলে এবং ঢাকায় তার তৈরি পোশাকের দোকান রয়েছে।
নিহতের স্ত্রী খালেদা বেগম জানান, ঈদের দুই দিন পর তার স্বামী শহীদ মোল্লা ঢাকা থেকে বাড়িতে আসেন। গত মঙ্গলবার রাতের খাবার শেষে তারা স্বামী-স্ত্রী ঘুমতে যান। এ সময় তাদের কক্ষের দরজা বন্ধ ছিল। রাতে তার স্বামী শহীদ মোল্লার গোঙ্গানি এবং ধস্তাধস্তির শব্দ পেয়ে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। এসময় দেখেন ৩ জন লোক ধারালো অস্ত্র দিয়ে তার স্বামী শহীদ মোল্লাকে কোপাচ্ছে। খালেদা বেগম ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার স্বামীকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন জানান, সিধ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শহীদ মোল্লাকে হত্যা করেছে। ঘটনাস্থলে বিভিন্ন আলামত দেখে পুলিশ নিশ্চিত হয়েছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক মঈন উদ্দিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার