নেত্রকোনার প্রধান নদী মগড়া দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নেত্রকোনা পৌরসভা সামনের সড়কে বুধবার ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এসময় মগড়া নদী দখলমুক্ত এবং পুনঃখননের দাবি জানিয়ে স্লোগান দেন, “যে যেখানে আছি ভাই দুষণমুক্ত মগড়া চাই, যে যেখানে আছি ভাই দখলমুক্ত মগ্ড়া চাই, যে যেখানে আছি ভাই নদীর গতিপথ ফেরত চাই।”
মানববন্ধন বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার জাহান চৌধুরী, জেলা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক আলপনা বেগম, দিলওয়ার খান, সুজাদুল ইসলাম ফারাস, পল্লব চক্রবর্তী, সাইফুল্লা এমরান, শিশু ছাঁয়া সংগঠনের সাধারণ সম্পাদক তোফায়েল খান, নুসরাত জাহান মীম এবং জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল।
বিডি-প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৮/মাহবুব