সাংবাদিক সুবর্না নদীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের পর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানবন্ধন করেছে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। বুধবার দুপুর ১২ টায় পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রায় শতাধিক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং এজহারভুক্ত একজনকে গ্রেফতার করেছে বলেও জানিয়েছেন পুলিশ।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা সংবাদপত্র পরিষদের সম্পাদক শহিদুর রহমান শহীদ, প্রেসক্লাব সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভি প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ প্রমুখ।
বক্তরা হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হত্যাকাণ্ডের সাথে প্রকৃত জড়িতদের দৃষ্টানন্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান। নইলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথা বলা হয়।
বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি বলেন, পাবনায় বার বার সাংবাদিকরা নির্যাতনের স্বীকার হলেও কোনটিরও সুষ্ঠু বিচার না হওয়ার জন্যেই এমনটি ঘটছে। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান বলেন, একের পর এক সংবাদকর্মীরা নির্যাতনের স্বীকার হলেও কোনটিরও বিচার হচ্ছে না। আমরা এই বর্বোরোচিত হামলার বিচার চাই।
দৈনিক সমকাল ও এনটিভির ষ্টাফ করেসপন্ডেন্ট এবিএম ফজলুর রহমান বলেন, আমি নিজেও হামলার স্বীকার হয়েছি, গত বছরের ৩০ নভেম্বর পাবনার রুপপুরে সময় টিভি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের রিজভী জয় ও ডিবিসি নিউজের পার্থ হাসান হামলার স্বীকার হয়। কোনটিরও সুষ্ঠু বিচার না হওয়ায় সন্ত্রাসীরা ফের এমন কাজ করতে দুঃসাহসী হয়ে উঠেছে। একজন পেশাদার সাংবাদিক হিসেবে সব সাংবাদিকের উপর হামলা মামলা ও হত্যার বিচার দাবি করছি।
নারী নেত্রী হেলেনা খাতুন বলেন, একজন প্রতিশ্রুতিশীল উদ্যোমী নারীকে কুপিয়ে হত্যার দ্রুত বিচার না হলে পাবনার সকল প্রগতিশীল নারী একত্রিত হয়ে কঠোর আন্দোলন করা হবে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, এই ঘটনায় নিহতের মা মর্জিনা খাতুন বাদী হয়ে তার সাবেক শশুর আবুল হোসেন, সাবেক স্বামী রাজিব হোসেনসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যেই পুলিশ একজনকে আটক করেছে।
বিডি প্রতিদিন/২৯ আগষ্ট ২০১৮/হিমেল